সঞ্জয় মুখোপাধ্যায় হলেন সেই গোত্রের লেখক যিনি বিষয়টিকে বোঝার জন্য অনেক তথ্য কে আহরণ করে আত্মস্থ করে সহজ সাধারণের ভাষায় জটিল প্রশ্নগুলির উত্তর খোঁজেন এবং নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণ করেন, একবার তার লেখা পড়া শুরু করলে শেষ না করে থামা যায় না ( রামমোহন মঞ্চে সঞ্জয় মুখোপাধ্যায় লিখিত বিপন্ন গণতন্ত্র ও লুটেরা কর্পোরেটতন্ত্র অন্যান্য গ্রন্থের উপর আলোচনা প্রসঙ্গে)