করোনা র ভ্যাকসিন বেরোতে বহু দেরি। ততদিন কি স্কুল বন্ধ রাখা উচিত হবে স্কুলে বাচ্চা এলে করোনা হবে, এই আতঙ্কে? তার চাইতে চেষ্টা হোক বিকল্প পথে, আসুন, আলোচনা তো সুর করি, পাল্টা যুক্তি দিন, বিতর্ক হোক, এভাবেই বিকল্প অনুসন্ধান হোক, এই ভাবনা নিয়েই আমার আজকের সম্পাদকীয় নিবন্ধ,
আজকের দৈনিক স্টেটসম্যান পত্রিকায়।